ডিভোর্সের পরও সন্তানের কথা ভেবে এক ছাদের নিচে থাকা কি ঠিক
জনপ্রিয় বলিউড অভিনেতা হৃতিক রোশনের বিবাহবিচ্ছেদ হয়েছে বেশ অনেক দিন হলো। তবে তাঁর সাবেক স্ত্রী সুজান খানের সঙ্গে তাঁকে প্রায়ই দেখা যায় বিভিন্ন অনুষ্ঠানে। যেহেতু এই দম্পতির দুটি সন্তান রয়েছে, তাই তাঁরা যোগাযোগও অব্যাহত রেখেছেন।
কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে যখনই হৃতিক-সুজানার কোনো ছবি বা ভিডিও পোস্ট হয়, সঙ্গে সঙ্গে খেপে যান নেটিজেনরা। কেন বিচ্ছেদের পরও তাঁরা একসঙ্গে ঘুরে বেড়ান, কেন তাঁদের এক ছাদের নিচে দেখা যায়—এসব নিয়ে প্রশ্নের শেষ থাকে না তাঁদের।
যেন বিবাহবিচ্ছেদ হওয়া মানে একে অন্যের মুখদর্শন না করার অলিখিত কোনো নিয়ম আছে!
একই ধরনের অভিজ্ঞতার মুখে পড়েন স্মৃতি-মনসুর দম্পতি। বিয়ের পর থেকেই তাঁদের ভেতর টুকটাক সমস্যা ছিল। তবে দ্বিতীয় সন্তান জন্মের পর দুজনের মধ্যে দূরত্ব বেড়ে যায়। ফলে একসময় যৌথভাবেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাঁরা, স্মৃতির কাছে থাকেন তাঁর ছেলেরা। সপ্তাহে দুদিন মনসুর ছেলেদের সঙ্গে দেখা করেন।
মুশকিল হলো, দেখা হলে ছেলেরা বাবাকে ছাড়তে চাইত না। তারা বাবার সঙ্গে বেশি সময় কাটাতে চায়, রাতে বাবার বুকে মাথা রেখে গল্প শুনতে শুনতে ঘুমাতে চায়। ওদিকে মনসুর যে মেসে থাকেন, সেখানে ছেলেদের নিয়ে যাওয়া সম্ভব নয়।
- ট্যাগ:
- লাইফ
- বিবাহ বিচ্ছেদ
- সঙ্গে থাকা