You have reached your daily news limit

Please log in to continue


রোজায় ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রে কম দামে মিলবে মাংস-দুধ-ডিম

রমজান মাসে যারা অন্যায়ভাবে পণ্যের দাম বাড়াবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না বলেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মেরুল বাড্ডায় সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল প্রাঙ্গণে রমজানে মাসব্যাপী ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রে সুলভমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয়ের কার্যক্রমের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, বাজারের সঙ্গে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও জনসাধারণকে নিয়ে পণ্যের দাম নিয়ন্ত্রণ করা হবে। নতুন বাংলাদেশে এবারের রমজান হবে স্বস্তির রমজান।

ফরিদা আখতার বলেন, পণ্যের দাম শুধু সাশ্রয়ী হলেই চলবে না, এটি নিরাপদও হতে হবে। এক্ষেত্রে স্লটার হাউজগুলোকে নিরাপদ করার জন্য সিটি করপোরেশনকে এগিয়ে আসতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন