আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন দলের কাছে যে প্রত্যাশা সাধারণ মানুষের

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৪৭

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)। তরুণ প্রজন্মের নতুন রাজনৈতিক দল ঘিরে প্রত্যাশার কথা জানিয়েছেন সাধারণ মানুষ। নতুন এ দলের কাছে তাদের নানান চাহিদা থাকলেও সুষ্ঠু ও সুন্দরভাবে জীবনযাপনের প্রত্যাশা যেন মুখ্য হয়ে উঠেছে।


শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে নতুন এই রাজনৈতিক দলের। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ঘিরে দলের নেতাকর্মীদের বাইরেও অনুষ্ঠানস্থলে এসেছেন অনেক সাধারণ মানুষ। জাগো নিউজের কাছে তারা এসব প্রত্যাশার কথা জানান।


দিনাজপুর থেকে এসেছেন শেখ সুমন আলী। জাগো নিউজকে তিনি বলেন, আমরা সাধারণ মানুষ যেসব অধিকার থেকে বঞ্চিত হয়েছি আমাদের সেই বঞ্চিত অধিকার এই তরুণ প্রজন্ম ফিরিয়ে দেবে। আমরা যেন সুন্দরভাবে জীবনযাপন করে বেঁচে থাকতে পারি- তরুণ প্রজন্মের কাছে এটাই চাওয়া।


অ্যডভোকেট মিনহাজুল হকও এসেছেন দিনাজপুর থেকে। জাগো নিউজকে তিনি বলেন, আমি এসেছি কালের সাক্ষী হতে। আমি আওয়ামী লীগের গঠন দেখিনি, বিএনপির গঠন দেখিনি, জাতীয় পার্টির গঠন দেখিনি। কিন্তু আজ যে নতুন পার্টি গঠন হচ্ছে সেই পার্টি গঠনে কালের সাক্ষী হতে এখানে এসেছি। যারা দল গঠন করছেন তারা দেশ ও মানুষের জন্য ডেডিকেটেড হবেন। মানুষের প্রত্যাশা পূরণ করবেন- এটাই চাওয়া।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও