বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে আফগানিস্তান

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৪

শ্বাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের আশা টিকে আছে প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামা আফগানিস্তানের। আজ আরেকটি মহাগুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি এশিয়া ক্রিকেটের নতুন শক্তি। সেমিফাইনালের ভাগ্য নির্ধারণের ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। লাহোরে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে ম্যাচটি।


‘বি’ গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান তিন দলই সেমিফাইনালের দৌড়ে টিকে আছে। ২ ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার সমান ৩ করে পয়েন্ট আছে। ২ পয়েন্ট আছে আফগানিস্তানের।


গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জিতলে বা ১ পয়েন্ট পেলেই দক্ষিণ আফ্রিকাকে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করবে অস্ট্রেলিয়া। হেরে গেলেও সেমির সুযোগ থাকবে অজিদের। অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতলে মোটামুটি সেমি নিশ্চিত হয়ে যাবে রশিদ খানদের। তবে হার কিংবা পয়েন্ট ভাগাভাগি হলে বিদায় নিশ্চিত হয়ে যাবে তাদের।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও