পতাকাশোভিত স্লোগানে মুখর মানিক মিয়া অ্যাভিনিউ

ডেইলি স্টার প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৪

নতুন রাজনৈতিক দল 'জাতীয় নাগরিক পার্টি'র আত্মপ্রকাশ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দলটির সমর্থকরা।


জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আজ শুক্রবার বিকেলে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি।


বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানিক মিয়া অ্যাভিনিউয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কর্মী-সমর্থকদের স্লোগানের আওয়াজ তীব্র হতে থাকে।


দুপুরের পর ঢাকার বিভিন্ন এলাকা ছাড়াও গাজীপুর, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, খুলনা, ঠাকুরগাঁও, লালমনিরহাট, রাজশাহী, গাইবান্ধাসহ বিভিন্ন জেলা থেকে বাসে করে সমাবেশস্থলে উপস্থিত হন কর্মী-সমর্থকরা।


এসময় তারা 'আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ', দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত', 'ক্ষমতা না জনতা, জনতা জনতা'সহ বিভিন্ন স্লোগান দেন। 


বাস থেকে নেমে জাতীয় পতাকা হাতে স্লোগানমুখর মিছিল নিয়ে তারা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত