নিউ ইস্কাটনে ভবনে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু, দগ্ধ আরেকজন

ডেইলি স্টার নিউ ইস্কাটন প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০০

রাজধানীর নিউ ইস্কাটনে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং অপর একজন দগ্ধ হয়েছেন।


আজ শুক্রবার ভোররাত ৩টার দিকে নিউ ইস্কাটন বিয়াম কার্যালয় ভবনের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।


এ ঘটনায় মারা গেছেন ওই কার্যালয়ের অফিস সহকারী আব্দুল মালেক খান (৪০) এবং দগ্ধ হয়েছেন গাড়িচালক মো. ফারুক (৪০)।


তেজগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নাজিম উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা ভোররাত সাড়ে ৩টার দিকে আগুন লাগার কথা জানতে পারি এবং ফায়ার সার্ভিসের দুটি ইঞ্জিন ভোর পৌনে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।'


তিনি বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত এবং পরে বিস্ফোরণ ঘটে বলে ধারণা করা হচ্ছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও