
রোজার আগে চট্টগ্রামে ‘উধাও’ সয়াবিন তেল
রোজার আগ মুহূর্তে চট্টগ্রামের সবজি বাজার স্থিতিশীল থাকলেও বাজার থেকে ‘উধাও’ সয়াবিন তেল।
শুক্রবার নগরীর বিভিন্ন বাজার ও পাড়া মহল্লার দোকানগুলোতে সয়াবিন তেলের সংকট দেখা গেছে।
বিক্রেতাদের দাবি, প্রায় এক মাস ধরে সয়াবিন তেলের সংকট চলেছে। গত কয়েকদিন ধরে এ সংকট আরও প্রকট হয়েছে। কোনো প্রতিষ্ঠান তেল সরবরাহ করছে না।
শুক্রবার নগরীর বৃহত্তর বাজার রেয়াজউদ্দিন বাজারে বিভিন্ন দোকান ঘুরে কোথাও সয়াবিন তেল পাওয়া যায়নি।
রেয়াজউদ্দিন বাজার তামিম জেনারেল স্টোরের দোকানি কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত এক মাস ধরে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। কয়েকদিন ধরে প্রতিষ্ঠানগুলো তেল দেওয়া বন্ধ রেখেছে।
এসময় তিনি কয়েকটি রশিদ দেখিয়ে বলেন, “কাস্টমারদের কাছ থেকে অন্যান্য মুদি বাজারের সাথে তেল বিক্রির রশিদ কেটেছি। কিন্তু তেল দিতে পারছি না। বিভিন্ন কোম্পানির প্রতিনিধিদের টেলিফোনে যোগাযোগ করেও সাড়া পাচ্ছি না; দুই দিন ধরে।”
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- উধাও
- সয়াবিন তেল