জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ: মঞ্চের প্রস্তুতি প্রায় শেষ, জড়ো হচ্ছে মানুষ

প্রথম আলো মানিক মিয়া এভিনিউ প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:১১

ঢাকায় একটি কাজের জন্য সিলেট থেকে এসেছিলেন মোহাম্মদ জাহেদ মিয়া।


একফাঁকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান কেমন হচ্ছে দেখতে এসেছেন মানিক মিয়া অ্যাভিনিউতে।  প্রথম আলোকে তিনি বললেন, ' যদি ঐক্য থাকে তাহলে নতুন দল টিকবে।’


তরুণদের নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’-এর আত্মপ্রকাশকে ঘিরে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজনের  প্রস্তুতি শেষের দিকে। আজ শুক্রবার বেলা ৩টায়  এই নতুন দল আত্মপ্রকাশ করবে।


দুপুর ১২টা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউয়ে মঞ্চ প্রস্তুতি শেষের দিকে।  মঞ্চ সাজানো ও পুরো প্রস্তুতি গুছিয়ে আনার জন্য কাজ করছেন স্বেচ্ছাসেবীরা।  রাজশাহী, রংপুর, নীলফামারী, কক্সবাজার, ঢাকা থেকে জড়ো হচ্ছে মানুষ।  


নেতা-কর্মীরা জানিয়েছেন দেশের ৬৪ জেলা থেকেই মানুষ আসবে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।


আয়োজনে সার্বিক নিরাপত্তায় দায়িত্বপালনে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সরেজমিনে দেখা গেছে, আজকের আয়োজনকে কেন্দ্র করে মেডিকেল টিম, অস্থায়ী ওয়াশ রুম, পুলিশ বুথ, নারীদের জন্য বুথ,  ভিআইপি বুথ ও পানির ব্যবস্থা করা হয়েছে। বিপুলসংখ্যক  সংবাদকর্মীদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।


জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে নেতা-কর্মীদের পাশাপাশি জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধারা অংশ নেবেন। এ ছাড়া দেশের ৬৪ জেলা থেকেই মানুষ আসবেন।  বেলা তিনটায় শুরু হয়ে সন্ধ্যার আগেই অনুষ্ঠান শেষ হবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও