গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলা আরও সহজ হলো

প্রথম আলো প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৫

সার্চ ফলাফল থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার প্রক্রিয়া আরও সহজ করেছে গুগল। এর পাশাপাশি ব্যবহারকারীদের ঠিকানা, ফোন নম্বরের মতো সংবেদনশীল তথ্য শনাক্ত করতে নিজেদের ‘রেজাল্টস অ্যাবাউট ইউ’ টুলও হালনাগাদ করেছে প্রতিষ্ঠানটি। এই হালনাগাদের ফলে ব্যবহারকারীরা সরাসরি সার্চ পেজ থেকে গুগলের কাছে প্রয়োজনীয় তথ্য অপসারণের অনুরোধ জানাতে পারবেন।


গুগলের তথ্যমতে, নির্দিষ্ট ব্যক্তির কোনো সংবেদনশীল তথ্য অন্যদের সার্চ ফলাফলে প্রদর্শন করা হচ্ছে কি না, তা ‘রেজাল্টস অ্যাবাউট ইউ’ টুলের মাধ্যমে সহজেই নজরদারি করা যাবে। তবে এ সুবিধা পেতে হলে গুগলকে নাম, ঠিকানা, ফোন নম্বর এবং ই–মেইল ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে হবে। পরে এসব তথ্য নিজেদের সার্চ ফলাফলে প্রদর্শন করা হলে তাৎক্ষণিকভাবে বার্তা পাঠিয়ে ব্যবহারকারীদের জানানো হবে। এর ফলে ব্যবহারকারীরা সহজেই তথ্যগুলো অপসারণের অনুরোধ করতে পারবেন। এত দিন টুলটি কেবল গুগল অ্যাপ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত ছিল।


গুগলের নতুন এই টুলে ব্যক্তিগত, কপিরাইট লঙ্ঘন ও শিশু নির্যাতনের তথ্য মুছে ফেলার আবেদন করা যাবে। গুগল সার্চের ফলাফলের পাশে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করলে ‘রিমুভ দিস রেজাল্টস’ অপশনটি দেখা যাবে। এই অপশন ব্যবহার করে দ্রুত তথ্য অপসারণের অনুরোধ জানানো যাবে। ব্যবহারকারীদের দেওয়া ব্যক্তিগত তথ্য অন্য কোনো গুগল সেবার জন্য ব্যবহার করা হবে না।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও