ছুটির দিনে দেখতে পারেন সদ্য মুক্তি পাওয়া নতুন ৭ সিনেমা–সিরিজ

প্রথম আলো প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৫

চলতি ফেব্রুয়ারি মাসের শেষে ওটিটিতে এসেছে নতুন বেশ কয়েকটি সিনেমা, সিরিজ। ছুটির দিনে ঘরে বসে দেখতে পারেন নানা স্বাদের এই কনটেন্টগুলো।


‘সুরাল ২’, অ্যামাজন প্রাইম ভিডিও
পুস্কর ও গায়েত্রী ভারতের আলোচিত নির্মাতা দম্পতি। তাঁরা নজর কাড়েন তামিল ছবি ‘বিক্রম বেদা’ বানিয়ে। এরপর তাঁদের লেখা তামিল সিরিজ ‘সুরাল: দ্য ভোটেক্স’ও ব্যাপক প্রশংসিত হয়েছিল। এবার আসছে সেই সিরিজের দ্বিতীয় মৌসুম। আজ শুক্রবার মুক্তি পাবে ক্রাইম থ্রিলার সিরিজটির দ্বিতীয় মৌসুম।


‘দ্য হোয়াইট লোটাস ৩’, এইচবিও ম্যাক্স
মোটাদাগে বিলাসবহুল হোটেলে ছুটি কাটানোর গল্প। তিনটি পরিবার ও হোটেল ম্যানেজারকে নিয়ে চিত্রনাট্য। দুর্দান্ত সব চরিত্র, অভিনয় আর নির্মাণগুণে সাড়া ফেলেছিল সিরিজটি। এবার এসেছে এর তৃতীয় মৌসুম।


‘রিচার ৩’, অ্যামাজন প্রাইম ভিডিও
লি চাইন্ডের বহুলপঠিত ‘রিচার’ সিরিজের বই নিয়ে আগে সিনেমা হয়েছে। নায়ক ছিলেন টম ক্রুজ। এরপরও দর্শক-সমালোচক কারও পাত্তা পায়নি সিনেমাগুলো। পর্দায় ‘রিচার’-এর কপাল খোলে ওটিটিতে মুক্তির পর। ২০২২ সালে ‘রিচার’-এর প্রথম মৌসুম আসার পরই ব্যাপক হিট হয়, একের পর এক মৌসুমের ঘোষণা আসে। এবার এসেছে তৃতীয় কিস্তি। প্রথম মৌসুমের পরই সেরা ‘রিচার’ হিসেবে স্বীকৃতি পেয়ে গেছেন অ্যালেন রিটসসন, এবারও আছেন তিনি। তৃতীয় মৌসুমে পর্ব আছে আটটি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও