৫ মিনিটেই চুরি হয় ৬০ লাখ ডলারের সোনার কমোড

জাগো নিউজ ২৪ ইতালি প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৮

যুক্তরাজ্যের ব্লেনহেইম প্রাসাদ থেকে সোনার তৈরি একটি কমোড চুরি হয়েছিল। এই ঘটনা ঘটেছিল ২০১৯ সালে। ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের ব্লেনহেইম প্যালেস থেকে মাত্র পাঁচ মিনিটের ‌দুঃসাহসী অভিযানে ৬০ লাখ ডলারের ওই সোনার কমোডটি চুরি করা হয়। আদালতের এক শুনানিতে এসব তথ্য জানানো হয়েছে।


২০১৯ সালের সেপ্টেম্বরে একদল লোক ভোর রাতের দিকে প্রাসাদের ভেতরে ঢুকে ১৮ ক্যারেটের সোনার তৈরি কমোডটি চুরি করে নিয়ে যায় বলে থেমস ভ্যালি পুলিশ জানায়। কমোডটি আসলে একটি শিল্পকর্ম। এর নাম রাখা হয়েছিল আমেরিকা।


ইতালীয় এক শিল্পী মরিজিও কাত্তেলানের শিল্পকর্ম প্রদর্শনীর একটি অংশ ছিল এই কমোডটি। গত ঐতিহ্যবাহী প্রাসাদে একটি শিল্প প্রদর্শনীর অংশ হিসেবেই টয়লেটটি সংযুক্ত করা ছিল এবং সেটি ব্যবহারযোগ্য অবস্থায় ছিল।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও