আওয়ামী লুটেরাদের আশ্রয়স্থল হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

যুগান্তর আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৮

ক্ষমতাচ্যুত আওয়ামী লুটেরাদের জন্য নির্বিঘ্ন আশ্রয়স্থল হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বিনা ভোটে টানা ১৬ বছরেরও বেশি সময়ে ক্ষমতায় থাকার সুযোগ নিয়ে দলটির মন্ত্রী-এমপিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা অবৈধ উপায়ে হাজার হাজার কোটি টাকার মালিক বনে গেছেন। এ টাকা বিনিয়োগ করে যুক্তরাষ্ট্রে আরাম-আয়েশেই বাকি জীবন কাটাবেন। 


মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ৫০ লাখ ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ কোটি টাকা) তিনি মার্কিন ‘গোল্ড কার্ড’ বিক্রি করবেন। এ কার্ডে মিলবে সেখানে স্থায়ী বসবাসের অনুমতি। দেওয়া হবে গ্রিনকার্ডের সুবিধাদি। খুলে যাবে যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব পাওয়ার পথ।


রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ডোনাল্ড ট্রাম্পের এ ঘোষণা এবং উদ্যোগ বাস্তবায়িত হলে তা হবে আওয়ামী লুটেরাদের জন্য পোয়াবারো। তারা তাদের অবৈধ পথে উপার্জিত অর্থ নিয়ে সেখানে হুমড়ি খেয়ে পড়বেন। শুধু তাই নয়, তাদের জন্য এখন নির্বিঘ্ন আশ্রয়স্থল হবে পৃথিবীর শীর্ষ ধনী দেশ যুক্তরাষ্ট্র।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা গোল্ড কার্ড বেচতে যাচ্ছি। যার দাম হতে পারে ৫০ লাখ ডলার। এটা আপনাকে গ্রিনকার্ডের সুযোগ-সুবিধা দেবে, সঙ্গে করে দেবে নাগরিকত্ব পাওয়ার পথ। ধনী লোকজন এ কার্ড কিনে আমাদের দেশে আসতে পারবে।’ আগামী দুই সপ্তাহের মধ্যে এ কর্মসূচির বিস্তারিত প্রকাশিত হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও