বস্তায় বাড়ছে রসুন, সবুজ পাতায় দোলে আব্দুল্লাহর হাসি

বিডি নিউজ ২৪ আদিতমারী প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২২

লালমনিরহাটের আদিতমারী উপজেলার কৃষক আব্দুল্লাহ প্রচলিত চাষাবাদের গণ্ডি পেরিয়ে নতুন পথ দেখিয়েছেন। ড্রাগন ফলের সফল বাগান করার পর এবার তিনি আলোচনায় এসেছেন, বস্তায় রসুন চাষ করে। তার এই উদ্যোগ শুধু আশেপাশের কৃষকদেরই নয়, কৃষি বিশেষজ্ঞদেরও চমকে দিয়েছে।


বস্তায় রসুন চাষের এই পদ্ধতি দেশের কৃষিতে ‘নতুন সম্ভাবনা’ তৈরি করতে পারে, বলছেন কৃষি কর্মকর্তারা। আর স্থানীয় কৃষকরা মনে করেন, সহায়তা পেলে আবদুল্লার এই উদ্যোগ ‘দৃষ্টান্ত’ হয়ে উঠবে।


ফরিদপুরের একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন আব্দুল্লাহ। কিন্তু মাটি আর শেকড়ের প্রতি ভালোবাসা তাকে চার দেয়ালে আটকে রাখতে পারেনি।


তাই ২০২৩ সালে চাকরি ছেড়ে নিজের গ্রামে ফিরে ছোট ভাই আবু তালেবের ড্রাগন বাগানের দেখভালের দায়িত্ব নেন তিনি; সেখান থেকেই নতুন কিছু করার চিন্তা শুরু তার।


আদিতমারীর কমলাবাড়ী ইউনিয়নের বড় কমলাবকড়ী গ্রামে আব্দুল্লাহর বাড়ি। সেখানে গিয়ে দেখা যায়, তার বাগানে বস্তায় লাগানো সতেজ রসুন গাছগুলো বাতাসে দোল খাচ্ছে। তা দেখে প্রসন্ন হাসি ফোটে আব্দুল্লাহর চেহারায়।


কার্তিক মাসে রোপণ করা রসুন আগামী এক মাসের মধ্যে ঘরে তুলতে পারবেন বলে আশা এ কৃষকের।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও