মায়ের কবরেই চিরনিদ্রায় গেলেন অঞ্জন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:০৬

জাতীয় জাদুঘরের সামনে নির্মাতা জাহিদুর রহিম অঞ্জনকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন চলচ্চিত্র আন্দোলনকর্মী থেকে সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। এর আগে আজ (২৭ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বাদ যোহর তৃতীয় জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা সম্পন্ন হয়।


দুপুর সাড়ে ৩টার দিকে আজিমপুর কবরস্থানে মায়ের কবরে সমাহিত হন তিনি। এসময় অঞ্জনের পরিবারের সদস্যসহ উপস্থিত ছিলেন চলচ্চিত্র কর্মী ও সংস্কৃতি অঙ্গনের বহু পরিচিত মানুষ।


এর আগে বুধবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে অঞ্জনের মরদেহ ঢাকা নিয়ে আসা হয়। রাতে ইস্কাটন বিয়াম স্কুল মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আজ সকাল সাড়ে ৯টায় অঞ্জনের মরদেহ নেওয়া হয় সিদ্ধেশ্বরী স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে, সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।


গত ২৪ ফেব্রুয়ারি বেঙ্গালুরুর স্পর্শ হাসপাতালে লিভার ট্রান্সপ্লান্টের পর অপারেশন পরবর্তী জটিলতায় জাহিদুর রহিম অঞ্জন মারা যান। ২০১৪ সালে আখতারুজ্জামান ইলিয়াসের গল্প ;রেইনকোট; অবলম্বনে জাহিদুর রহিম অঞ্জন নির্মাণ করেন মেঘমল্লার। প্রথম ছবির জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও