You have reached your daily news limit

Please log in to continue


সার্বভৌমত্বের জন্যই পার্বত্য চুক্তির বাস্তবায়ন জরুরি: সিপিবি সভাপতি

দেশের সার্বভৌমত্ব সমুন্নত রাখতে হলে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির বাস্তবায়ন জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি শাহ আলম।

বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের পক্ষে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন’ এর আয়োজনে সাত দফা দাবিতে এই গণসংযোগ কর্মসূচি নগরীর চেরাগী পাহাড় মোড় থেকে শুরু হয়ে আন্দরকিল্লা মোড় ঘুরে লালদীঘি হয়ে শহীদ মিনারে এসে শেষ হয়।

কর্মসূচির শুরুতে নগরীর চেরাগী পাহাড় মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে শাহ আলম বলেন, “২৮ বছর হয়ে গেল পার্বত্য চট্টগ্রাম চুক্তি আজো বাস্তবায়ন হয়নি। আজ পাহাড়িরা চুক্তি বাস্তবায়নের জন্য আন্দোলন করে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন কার্যকর না হওয়ার ফলে পাহাড়ে ভূমি সমস্যা বেড়েই চলেছে।

“দেশে সার্বভৌমত্ব সমুন্নত রাখতে হলে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন জরুরি। ভারত প্রত্যাগত জুম্ম শরণার্থীদের ভূমি প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে। সমতলের আদিবাসী ও তাদের অধিকার সংরক্ষণে এগিয়ে আসতে হবে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন