এস আলমের ১৭৫০ কোটি টাকার খেলাপি ঋণে বাড়তি সুবিধা, প্রমাণ মিলেছে

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৩৮

ইসলামী ব্যাংক লিমিটেড থেকে এস আলম গ্রুপের অনুকূলে দেওয়া ১৭৫০ কোটি টাকা খেলাপি ঋণের ওয়ার্কিং ক্যাপিটাল ও গ্রেস পিরিয়ডের মেয়াদ বৃদ্ধিতে ব্যাংক কর্মকর্তাদের দায় পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে সকাল ১১টা থেকে বেলা ৪টা পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের জিএম সারোয়ার হোসেন ও ইসলামী ব্যাংকের সাবেক ডিএমডিসহ শীর্ষ চার কর্মকর্তাকে সংস্থাটির উপপরিচালক আবু সাঈদের নেতৃত্বে একটি টিম জিজ্ঞাসাবাদ করেছে।


দুদক সূত্রে জানা যায়, আজ যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা মূলত ঋণ নবায়নের সময় কর্মরত ছিলেন। তাদের সময় ঋণের ওয়ার্কিং ক্যাপিটালের মেয়াদ ১ বছর থেকে বৃদ্ধি করে ২ বছর করা হয় এবং গ্রেস পিরিয়ডের মেয়াদও ১৮ থেকে ২৪ মাস করা হয়েছে। জিজ্ঞাসাবাদ সংশ্লিষ্টরা ঋণ দেওয়ার ক্ষেত্রে সরাসরি সম্পৃক্ত না থাকলেও পরোক্ষভাবে তাদের দায় রয়েছে বলে দুদকের অনুসন্ধানের বেরিয়ে এসেছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও