নগদের নতুন প্রশাসক মোতাছিম বিল্লাহ

যুগান্তর প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৭

মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’-এর নতুন প্রশাসক নিযুক্ত হয়েছেন মো. মোতাছিম বিল্লাহ। তিনি কেন্দ্রীয় ব্যাংকের নিযুক্ত প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারের স্থলাভিষিক্ত হবেন। এর আগে বদিউজ্জামান দিদারকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ব্যাংক। 


বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক। 


১২ ফেব্রুয়ারি মুহম্মদ বদিউজ্জামান দিদারের ওপর হামলার ঘটনা ঘটে। এর আগে গত সেপ্টেম্বরে হুমকির অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। জিডিতে তিনি প্রতিষ্ঠানটির নগদের সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকের বিরুদ্ধে অভিযোগ আনেন।



নগদ কার্যালয় সূত্রে জানা যায়, মুহম্মদ বদিউজ্জামান দিদার অফিস করছে না। যোগাযোগ করা হলে তিনি জানান, ছুটিতে আছেন তিনি।


জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান যুগান্তরকে বলেন, নগদের প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও