You have reached your daily news limit

Please log in to continue


দেশে ফিরে ডট বল কমানো নিয়ে কাজ করবেন শান্তরা

প্রথম ম্যাচে ১৫৯, দ্বিতীয়টিতে ১৮১। কেউ ভাবতেই পারেন, এসব বুঝি কোনো ব্যাটসম্যানের ব্যক্তিগত সংগ্রহ । আদতে এগুলো চ্যাম্পিয়ন্স ট্রফির দুই ম্যাচে বাংলাদেশের ব্যাটিংয়ে ডট বলের পরিসংখ্যান। ভারতের বিপক্ষে ২৫ ওভারের বেশি বল থেকে রান করতে পারেনি বাংলাদেশ। নিউ জিল্যান্ডের বিপক্ষে তারা নষ্ট করেছে ৩০ ওভারের বেশি।

অতিরিক্ত ডট বল খেলার মাশুল বাজেভাবেই দিতে হয়েছে নাজমুল হোসেন শান্তর দলের। টানা অনেক ডেলিভারিতে রান না পেয়ে বেড়েছে চাপ। এরপর বড় শট খেলতে গিয়ে হারাতে হয়েছে উইকেট। ফলাফল, প্রথম দুই ম্যাচেই টুর্নামেন্ট থেকে বিদায়। শেষ ম্যাচে এখানে কোনো উন্নতির ছাপ দেখা যেত কি না, তা দেখার সুযোগ মেলেনি। বৃষ্টিতে ম্যাচ ভেসে যাওয়ার পর এই ডট বল কমানো নিয়ে কাজ করার কথাই বললেন বাংলাদেশ অধিনায়ক।

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেশ ছাড়ার আগে শিরোপা জয়ের লক্ষ্যের কথা বেশ জোর দিয়েই বলেছিলেন শান্ত। এই স্বপ্নপূরণে তিনশর বেশি রান করতে হবে, দলের ব্যাটসম্যানদের সেই তাগিদও দিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। কিন্তু দুই ম্যাচের একটিতেও ২৪০ ছাড়াতে পারেনি তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন