গ্রাহকপর্যায়ের বিদ্যুতে ৩০০ ইউনিট পর্যন্ত ছাড় দিলো পাকিস্তান

ঢাকা পোষ্ট পাকিস্তান প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫০

এখন থেকে পাকিস্তানের সাধারণ গ্রাহক এবং কৃষিক্ষেত্রে গভীর নলকূপ ব্যবহারকারীরা বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে ৩০০ ইউনিট পর্যন্ত ছাড় সুবিধা পাবেন। বুধবার দেশটির কেন্দ্রীয় সরকারের জ্বালানিমন্ত্রী আওয়াইজ লেঘারি স্বাক্ষরিত এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এ তথ্য।


এ সিদ্ধান্ত কার্যকর করতে ইতোমধ্যে সরকারি নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল ইলেকট্রিক পাওয়ার রেগুলেটরি অথরিটি (নেপরা)-কে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও টিভিকে ওই কর্মকর্তা জানান, আগেও পাকিস্তানে বিদ্যুৎ খাতে গ্রাহক পর্যায়ে এবং কৃষিক্ষেত্রে ৩০০ ইউনিট পর্যন্ত ছাড় সুবিধা ছিল। তবে ২০১০ সালে কৃষিক্ষেত্র থেকে এবং ২০১৫ সালে সাধারণ গ্রাহক পর্যায়ে এই ছাড় বন্ধ করে দেওয়া হয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও