১৬ বছরে ৩৮ শতাংশ সংকুচিত হয়েছে শেয়ারবাজার
দেশের শেয়ারবাজার গত ১৬ বছরে প্রায় ৩৮ শতাংশ সংকুচিত হয়েছে। মূল্যস্ফীতি বিবেচনায় নিলে এ সময়ে শেয়ারবাজার থেকে বিনিয়োগকারীরা কোনো মুনাফা তো পানইনি, উল্টো প্রতিবছর ৩ শতাংশ হারে মূলধন হারিয়েছেন। বিপরীতে একটি প্রভাবশালী গোষ্ঠী বাজারকে ব্যবহার করে বিপুল সম্পদের মালিক হয়েছে।
গত ১৬ বছরে ১৩৪টি কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে এসব কোম্পানি বাজার থেকে ৯ হাজার কোটি টাকার মূলধন সংগ্রহ করেছে। এসব কোম্পানির মধ্যে ৪২টিই এখন দুর্বল মানের কোম্পানি হিসেবে ‘জেড’ শ্রেণিভুক্ত। ফলে এই কোম্পানিগুলো থেকে বিনিয়োগকারীরা কোনো মুনাফা তো পাচ্ছেনই না, উল্টো কোম্পানিগুলোর শেয়ার কিনে পুঁজি হারিয়েছেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রোকারেস হাউস মালিকদের সংগঠন ডিবিএ আয়োজিত এক আলোচনা সভায় বাজারের এই চিত্র তুলে ধরা হয়। সভার শুরুতে গত ১৬ বছরের বাজার চিত্র তুলে ধরে একটি পাওয়ার উপস্থাপনা দেন ডিবিএর জ্যেষ্ঠ সহসভাপতি ও আইডিএলসি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাইফউদ্দিন। এই সময়ে বাজার ৩৮ শতাংশ সংকুচিত হওয়ার ব্যাখ্যা জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ১৬ বছর আগে কেউ যদি বাজারে ১০০ টাকা বিনিয়োগ করে থাকেন, মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে হিসাব করলে এখন তাঁর লোকসান দাঁড়ায় ৩৮ টাকা। অর্থাৎ অর্থনীতি বড় হলেও প্রকৃত বিবেচনায় শেয়ারবাজারে বড় পুঁজি হারিয়েছেন বিনিয়োগকারীরা। এতে বাজার বড় হওয়ার বদলে সংকুচিত হয়েছে।