You have reached your daily news limit

Please log in to continue


ডিসেম্বরের মধ্যেই গ্রহণযোগ্য নির্বাচন, আশা ফখরুলের

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে সবার কাছে গ্রহণযোগ্য একটি নিরক্ষপে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নিজেদের আশাবাদ ও বিশ্বাসের কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলার ইতি প্রকাশনে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। 

মির্জা ফখরুল বলেন, আজকে আবার সবাই একমত হচ্ছে, বাংলাদেশে যে রাজনৈতিক সংস্কৃতি সে সংস্কৃতির পরিপ্রেক্ষিতে আমাদের এমন একটা ব্যবস্থা থাকা উচিত যেন নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার থাকে। আমরা সে দিকেই এগিয়ে যাচ্ছি।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে সবার কাছে গ্রহণযোগ্য একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে। গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের পথকে আরও সহজ করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন