You have reached your daily news limit

Please log in to continue


সামনের দিকে ঘুরে লাফ দিতে পারে এই হিউম্যানয়েড রোবট

আট বছর আগে প্রথমবারের মতো পেছনের দিকে ঘুরে লাফ দিয়েছিল বস্টন ডায়নামিক্সের অ্যাটলাস নামের একটি দ্বিপদ রোবট। অবিশ্বাস্য ভারসাম্য ও নির্ভুলভাবে লাফ দিয়ে ওই সময় সবাইকে রীতিমতো চমকে দিয়েছিল রোবটটি।

এবার শেনজেনভিত্তিক রোবোটিক কোম্পানি ‘ইঞ্জিনএআই রোবোটিক্স’ নিজেদের প্রথম হিউম্যানয়েড রোবট সামনে এনেছে, যা সামনের দিকে ঘুরে লাফ দিতে পারে বলে প্রতিবেদনে লিখেছে ডিজিটাল ট্রেন্ডস।

এমন চমকপ্রদ সাফল্যের জন্য যে কোনও রোবটের সুনির্দিষ্ট ভারসাম্য, উন্নত চাক্ষুষ উপলব্ধি ও সঠিকভাবে ওঠা-নামা নিয়ন্ত্রণের ‘জ্ঞান’ থাকা প্রয়োজন, যা সম্ভব হয়েছে জটিল যান্ত্রিক ও অ্যালগরিদমিক বিভিন্ন সিস্টেমের নিখুঁত সমন্বয়ের মাধ্যমে।

কেবল চার মাস আগে এ হিউম্যানয়েড রোবটটি উন্মোচন করে ইঞ্জিনএআই। সামনের দিকে ঘুরে লাফ দিতে পারা ‘পিএম০১’ নামের এ রোবট বাজারে এসেছে ডিসেম্বরে। গত মাসে লাস ভেগাসে অনুষ্ঠিত ‘সিইএস ২০২৫’ প্রযুক্তি প্রদর্শনীতে ‘পিএম০১’ রোবটের আরও পরিমার্জিত ও উন্নত সংস্করণ দেখিয়েছে কোম্পানিটি।

 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন