অনলাইনে কেনাকাটায় সতর্ক থাকা কেন জরুরি

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১২

বর্তমান সময়ে সবার হাতে স্মার্টফোন। প্রায় সবাই সুযোগ পেলেই ব্যস্ত হয়ে পড়েন সোশ্যাল মিডিয়ায়। যে কারণে অনলাইন শপিংয়ের জন্য ফেসবুক সবার কাছে সবচেয়ে বেশি সহজলভ্য ও জনপ্রিয়। তবে ফেসবুক কিংবা অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে যদি আপনি সতর্ক না হন তাহলে ঠকে যাওয়ার সম্ভাবনা বেশি। যে কোনো সময় পড়তে পারেন প্রতারকের ফাঁদে।


অনলাইনে সহজে কেনাকাটা করা ও প্রতারকের ফাঁদ থেকে বাঁচতে আপনাকে কিছু বিষয় সম্পর্কে সতর্ক থাকতে হবে। চলুন জেনে নেওয়া যাক সেসব বিষয়ে-


>> অনলাইনে কেনাকাটার আগে প্রথমেই যাচাই করে নিন যেখান থেকে কিনবেন সে ওয়েবসাইট অথবা পেজটি আসল কি না। কেননা আজকাল ভুয়া সাইট বা পেজের অভাব নেই। প্রতারণার জন্য অনেকেই ভুয়া সাইট খুলে ফাঁদ পেতে বসে থাকে।


>> অফার দেখলে আমরা সব ভুলে সেই জিনিসটি নেওয়ার জন্য অস্থির হয়ে পরি। কিন্তু অফার যদি অস্বাভাবিক হয়, তাহলে অবশ্যই সতর্ক হতে হবে। কেননা কোনো বিক্রেতাই নিজের লস করে অফার দেবেন না।


>> ওয়েবসাইট বা পেজের বিষয়ে নিশ্চিত হলেও পেমেন্টের বিষয়ে খেয়াল রাখতে হবে। অনেক সময় এটিএম কার্ড বা ইউপিআই নম্বর ও পাসওয়ার্ড অটো সেভ অপশন থাকে। এটা করবেন না। তাহলে পরে সেই নম্বর ব্যবহার করে প্রতারণার সুযোগ থাকে।


>> অনলাইনে কেনাকাটা ও পেমেন্টে পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্ক ব্যবহার না করা উত্তম। কেননা ফ্রি পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্ক হ্যাক করে গ্রাহককে খুব সহজেই পথে বসাতে দক্ষ প্রতারকরা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও