পাইপলাইনে রান্নার গ্যাস আসছে কলকাতায়

প্রথম আলো কলকাতা প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১২

কলকাতায় রান্নার এত দিন ধরে রান্নার কাজে সিলিন্ডারের গ্যাস ব্যবহৃত হচ্ছে। ১৪ দশমিক ২ কেজি ওজনের প্রতিটি গ্যাস বোঝাই সিলিন্ডারের দাম ৮৩০ রুপি। তবে কলকাতাবাসী এখন পাইপলাইনের মাধ্যমে গ্যাস পাবেন। বাড়িতে গ্যাস সরবরাহের জন্য পাইপলাইন বসানোর কাজ শুরু হচ্ছে আগামী মার্চে। অক্টোবরের মধ্যে সরবরাহ শুরু হতে পারে।


ভারতের ইন্ডিয়ান অয়েল ও হিন্দুস্থান পেট্রোলিয়াম—এ দুটি কোম্পানি রান্নার গ্যাস সরবরাহ করে আসছে কলকাতাসহ রাজ্যজুড়ে। ঢাকার মতো এই রাজ্যে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের ব্যবস্থা ছিল না। রাজ্যবাসীও বারবার দাবি তুলেছেন, পাইপলাইনের মাধ্যমে বাড়িতে বাড়িতে গ্যাস সরবরাহের। তাতে গ্যাসের দাম কম পড়বে এবং বাড়িতে বাড়িতে সিলিন্ডারের মাধ্যমে গ্যাস সরবরাহের ঝক্কি থাকবে না।


সেই লক্ষ্য নিয়ে এই রাজ্যে বাড়িতে বাড়িতে রান্নার গ্যাস সরবরাহের উদ্যোগ নেয় বেঙ্গল গ্যাস কোম্পানি। কিন্তু বাড়িতে এই গ্যাস সরবরাহের জন্য মাটি খুঁড়ে গ্যাসলাইন বসানোতে কলকাতা পৌর করপোরেশন যে খরচ দেওয়ার কথা বলে, তাতে সায় দিচ্ছিল না গ্যাস কোম্পানি। তারা দাবি করেছিল, বাড়িতে গ্যাসলাইন বসানোর খরচ আরেকটু বাড়াতে হবে।


এ নিয়ে দেনদরবারের কারণে বছরখানেক আটকে থাকে কলকাতায় বাড়িতে বাড়িতে রান্নার গ্যাস সরবরাহের প্রকল্পটি।



সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও