৭৭ রান করেও দুঃসংবাদ শান্তর, ক্যারিয়ারসেরা র‌্যাংকিংয়ে তাসকিন

কালের কণ্ঠ প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৭

দুজনই পারফরম্যান্স করলেন। কিন্তু ফল ভিন্ন ভিন্ন পেলেন নাজমুল হোসেন শান্ত ও তাসকিন আহমেদ। তাসকিনের আনন্দের বিপরীতে দুঃসংবাদ শুনেছেন শান্ত। তাসকিনের ক্যারিয়ারসেরা র‌্যাংকিংয়ের দিনে পিছিয়ে পড়েছেন বাংলাদেশের অধিনায়ক।


সব ধরনের ক্রিকেট মিলিয়ে অনেক দিন ধরেই ‘শান্ত’ ছিল শান্তর ব্যাট। এতটাই যে অধিকাংশ সময় বিপিএলের চ্যাম্পিয়ন দল ফরচুন বরিশালের বেঞ্চ গরম করতে হয়েছে তাকে। জাতীয় দলের হয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে নেমেও ভারতের বিপক্ষে রান পাননি তিনি। অবশেষে রাওয়ালপিন্ডিতে যখন ৭৭ রান করলেন তখন নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে দুঃসংবাদের সাক্ষী হলেন।


টানা দুই ম্যাচ হেরে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিশ্চিত হয়েছে তার দলের।


১১০ বলের ইনিংসে আজ র‌্যাংকিংয়েও পিছিয়ে পড়েছেন শান্ত। ২ ধাপ পিছিয়ে এখন ২৭ নম্বরে আছেন বাঁহাতি ব্যাটার। অবনতি হয়েছে বাংলাদেশের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও মাহমুদ উল্লাহ রিয়াদের।


৯ ধাপ পিছিয়ে ৪২ নম্বরে জায়গা পাওয়া মুশফিকের পরের স্থানে আছেন ৭ ধাপ পেছানো মাহমুদ উল্লাহ। তবে ভারতের বিপক্ষে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করা তাওহিদ হৃদয় ১৮ ধাপ এগিয়েছেন। ৬৪ নম্বরে আছেন বাংলাদেশি ব্যাটার


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও