You have reached your daily news limit

Please log in to continue


অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর নামে ব্যাঙের নতুন প্রজাতি, কেন

ব্যাঙের নতুন আবিষ্কৃত এক প্রজাতির নামকরণ করা হয়েছে হলিউডের বিখ্যাত অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর নামে। সম্প্রতি গবেষকেরা ইকুয়েডরের ওয়েস্টার্ন মাউন্টেন ফরেস্টে একটি ছোট বাদামি উভচর ব্যাঙের সন্ধান পেয়েছেন। সেই ব্যাঙের নামকরণ করা হয়েছে ফিলোন্যাসটেস ডিক্যাপ্রিও। এই ব্যাঙ সমুদ্রপৃষ্ঠ থেকে ১ হাজার ৩৩০ মিটার থেকে ১ হাজার ৭০৫ মিটার উচ্চতায় বাস করে।

গবেষকদের তথ্যমতে, নতুন আবিষ্কৃত প্রজাতির ব্যাঙ শরীরের আকার ও স্বতন্ত্র আঙুলের কারণে অন্য সব ব্যাঙের চেয়ে আলাদা। নতুন ব্যাঙটি ইকুয়েডরের ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োডাইভারসিটি, ইকুয়েডরের ক্যাথলিক ইউনিভার্সিটি ও সান ফ্রান্সিসকো ইউনিভার্সিটি অব কুইটোর গবেষকদের আবিষ্কৃত সাতটি নতুন প্রজাতির মধ্যে একটি। নতুন প্রজাতির ব্যাঙগুলো বন উজাড় ও জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির মুখে রয়েছে। লিওনার্দো ডিক্যাপ্রিও অনেক বছর ধরেই পরিবেশগত বিভিন্ন কাজে যুক্ত থাকায় তাঁর নামে ব্যাঙের নতুন প্রজাতির নামকরণ করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন