
চট্টগ্রামে ছিনতাইকারীদের আস্তানায় অভিযান, ছুরিকাঘাতে আহত ২ পুলিশ
চট্টগ্রাম ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালানোর সময় হামলার শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর বারিকবিল্ডিং মোড়ে ইটের দেওয়াল দিয়ে ঘেরা একটি খালি জায়গায় একটি টিনশেড ঘরে ছিনতাইকারীদের ধরতে অভিযানে যায় পুলিশ। সেখানেই দুই পুলিশ সদস্যের ওপর ছুরিকাঘাত করা হয়।
ঘটনাস্থল থেকে লুটকৃত টাকা, ছিনতাই-ডাকাতির সরঞ্জাম এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ভাষ্য, ওই জায়গায় ছিনতাইকারীদের আস্তানার কথা ছিল ‘ওপেন সিক্রেট’। সদরঘাট, বন্দর ও ডবলমুরিং থানা পুলিশেরও জানা ছিল বিষয়টি।
আহত দুজন পুলিশ সদস্য হলেন— ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) জামিল এবং নজরুল। আটক দুই ছিনতাই চক্রের সদস্য হলেন— তারেক এবং জুয়েল।
- ট্যাগ:
- বাংলাদেশ
- পুলিশ আহত
- ছুরিকাঘাতে আহত