You have reached your daily news limit

Please log in to continue


গুগল মেসেজে পাঠানো যাবে উচ্চ রেজুল্যুশনের ছবি

গুগল মেসেজ অ্যাপ ব্যবহারকারীদের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। জনপ্রিয়তা বাড়তে থাকায় প্রতিনিয়তই নতুন নতুন আপডেট নিয়ে আসছে গুগল কর্তৃপক্ষ। সম্প্রতি এই প্ল্যাটফর্মটিতে উচ্চ রেজুল্যুশনের ছবি পাঠাতে নতুন একটি ফিচার যোগ হতে যাচ্ছে। এটি ব্যবহারকারীদের রিচ কমিউনিকেশন সিস্টেমের (আরসিএস) মাধ্যমে উচ্চ রেজুল্যুশনের ছবি বিনিময়ের সুযোগ করে দেবে। এই ফিচার বর্তমানে কিছু বেটা ব্যবহারকারীর মধ্যে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। গ্যাজেটস থিসিক্সটির তথ্যমতে, এ ফিচার শিগগিরিই সবার জন্য উন্মুক্ত হবে।

এই আপডেটের একটি বড় সংযোজন হলো নতুন কোয়ালিটি সিলেক্টর, যার মাধ্যমে ব্যবহারকারীরা ছবি পাঠানোর সময় তা সর্বোচ্চ রেজল্যুশনে পাঠাতে পারবেন। গ্যালারি খুলে একটি ছবি নির্বাচন করার পর স্ক্রিনের ওপরের ডান দিকে ক্যামেরা আইকনের পাশের এইচডিপ্লাস আইকনে ট্যাপ করলে এই অপশন দেখা যাবে। এখানে দুটি অপশন থাকবে। এক অপশনের মাধ্যমে ছবি কম্প্রেস করে আরসিএস মেসেজের অপটিমাইজড ফরম্যাটে পাঠানো হবে। আরেকটি অপশনের মাধ্যমে ছবিটি তার আসল রেজুল্যুশনে পাঠানোর সুযোগ দেওয়া হবে, যাতে সর্বোচ্চ গুণমান বজায় থাকে।

আরেকটি বড় আপডেট হলো গুগল মেসেজেসে ইন্টিগ্রেটেড ক্যামেরার নতুন ইন্টারফেস। নতুন এই ইন্টারফেসে ক্যামেরার লাইভ ভিউ স্ক্রিনের ওপরের অংশে দেখা যাবে, যা স্ক্রিনের অর্ধেকেরও বেশি স্থান দখল করবে। এর নিচে ব্যবহারকারীরা তাদের ফোনের গ্যালারির ছয়টি সর্বশেষ ছবি দেখতে পারবেন। এ ছাড়া ছবি ও ভিডিও দ্রুত দেখার জন্য একটি অ্যাকসেস ট্যাব থাকবে। গ্যালারির প্রিভিউ সরাতে ব্যবহারকারীরা সহজেই নিচে স্ক্রল করতে পারবেন। আবার ওপরের দিকে স্ক্রল করলে পূর্ণ গ্যালারি দেখা যাবে। এ ছাড়া, একাধিক ছবি একসঙ্গে নির্বাচন করা যাবে, যার মধ্যে নতুন তোলা ছবি এবং পূর্বে সংরক্ষিত ছবিও থাকতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন