পা ব্যথা কিসের লক্ষণ?

যুগান্তর প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৪

হাঁটার সময় পা ব্যথা করছে? একদিন নয় কয়েকদিন ধরে এমন ব্যথা অনুভব করছেন। কিন্তু গুরুত্ব দিচ্ছেন না। আবার ভাবছেন চিকিৎসকের কাছে যাবেন কি যাবেন না?


তাদের জন্য চিকিৎসকদের পরামর্শ আজই সাবধান হোন। পায়ের বিভিন্ন অংশে ব্যথা বিভিন্ন রোগের ঈঙ্গিত দেয়। এজন্যই না ভেবে সরাসরি ডাক্তারের পরামর্শ নেওয়া উত্তম। জেনে নিন পায়ের কোন অংশের ব্যথা কীসের ইঙ্গিত দেয়। 


গোড়ালিতে ব্যথা


শরীরে ক্যালসিয়াম, ভিটামিন ডি, ম্যাগনেশিয়ামের ঘাটতি হলে হাঁটাচলা করতে গিয়ে গোড়ালি ব্যথা হতে পারে। এমন সমস্যা দেখা দিলে অনেকেই জুতা বদলে দেখেন। তবে সে সবে কাজ হবে না। তাই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।


পায়ের গোছে ব্যথা


ইউরিক অ্যাসিড বাড়লে সাধারণত এই ধরনের ব্যথা হয়। কারও শরীরে বাতের সমস্যা বাসা বাঁধলেও পায়ের গোছে ব্যথা হতে পারে। তবে পায়ের গোছে ব্যথা হলে আজই সাবধান হোন। 


পা ফোলা


ঘুম থেকে উঠলে বা বেশি হাঁটাচলা করলে পা ফুলে যাচ্ছে? তবে বড়সড় কোনও শারীরিক সমস্যা দেখা দিতেই পারে। যেমন হার্ট কিংবা লিভারের সমস্যা হতে পারে। আবার কিডনির সমস্যা দেখা দিলেও অনেকের পা ফোলে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও