খেজুরের বাজার ঠান্ডা ঠান্ডা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৩

গুদামে গত বছরের খেজুরই অনেক; এর মধ্যে নানা কারণে এবার আমদানিও বেশি; তাই রোজা সামনে রেখে বিদেশি শুকনো ফলটি মজুদ করার সুযোগ খুব একটা দেখছেন না ব্যবসায়ীরা; বরং দাম গতবারের চেয়ে কম থাকবে বলেই তারা মনে করছেন।


বাংলাদেশ ট্যারিফ কমিশনের হিসাবে, বছরে দেশে খেজুরের গড় চাহিদা প্রায় এক লাখ টন। এর মধ্যে ৬০ থেকে ৭০ হাজার টনের চাহিদা থাকে রোজার মাসে।


জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরিসংখ্যান বলছে, ২০২৩-২৪ অর্থবছর দেশে খেজুর আমদানি হয় ৮০ হাজার ৯১০ টন, প্রতিকেজির দাম পড়ে গড়ে ৪৯৭ টাকা।


তার আগের ২০২২-২৩ অর্থবছরে আমদানি হয় ৮৬ হাজার ৫৮১ টন; কেজিপ্রতি দাম পড়ে ৩৩৬ টাকা।


খেজুরের পুরোটাই আমদানি করতে হয়ে। চাহিদার ৮০ শতাংশই আসে ইরাক, ইরান, জর্ডান, মিশর ও ইন্দোনেশিয়া থেকে। খেজুর আসে সৌদি আরব থেকেও। এবার পাকিস্তান থেকে আসা খেজুরের পরিমাণও বেড়েছে।


ব্যবসায়ীরা বলছেন, সৌদি আরব থেকে আসা আজওয়া, আম্বার, মাবরুম, বড়ই ও সুক্কারি জাতের খেজুরের চাহিদা বেশি। ইরান, জর্ডান ও মিশর থেকে আসা মরিয়ম খেজুরের চাহিদাও কম নয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও