অর্থনীতির ধারাবাহিক পুনরুদ্ধার হলেও মূল্যস্ফীতির চ্যালেঞ্জ রয়েছে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪১

ডিসেম্বর প্রান্তিকে অর্থনীতির ধারাবাহিক পুনরুদ্ধার হলেও মূল্যস্ফীতিসহ বেশ কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে রাজস্ব সংগ্রহের গতি কমা, সরকারি ব্যয় ও কর্মসংস্থানের সুযোগ কমা, বিনিয়োগ পরিস্থিতি কমে যাওয়া এবং ব্যাংকিং খাতের ওপর মানুষের আস্থা ফেরানো উল্লেখযোগ্য।


যদিও কেন্দ্রীয় ব্যাংক মূল্যস্ফীতির লাগাম টানতে ও মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখতে কঠোর মুদ্রানীতি গ্রহণ করেছে। আমদানি-রপ্তানির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের এ নীতির কারণে পরিস্থিতি আরও স্থিতিশীল হবে।


মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) সম্প্রতি প্রকাশিত চলতি ২০২৪-২৫ অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে এ চিত্র উঠে এসেছে।


এমসিসিআই বলছে, গত বছরের জুলাইয়ের প্রথম সপ্তাহে শুরু হওয়া রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে দেশের অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। বেড়েছে রপ্তানির সঙ্গে প্রবাসী আয়ও। তবে মূল্যস্ফীতিসহ আরও কিছু চাপ রয়ে গেছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও