এসএ গেমসের নতুন সূচি প্রকাশ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৩৯

পাকিস্তানে চলছে ক্রিকেটের বৈশ্বিক আসর চ্যাম্পিয়ন্স ট্রফি। এর মধ্যে পাকিস্তান অলিম্পিক এসোসিয়েশন দক্ষিণ এশিয়ার অলিম্পিকখ্যাত এসএ গেমস আয়োজনের প্রস্তুতি চলমান রেখেছে। আজ (মঙ্গলবার) অনুষ্ঠিত হয়েছে লাহোরে দক্ষিণ এশিয়ান (এসএ) গেমস নিয়ে সভা। সেই সভায় আগামী বছরের ২৩-৩১ জানুয়ারি গেমসের সময়সূচি চূড়ান্ত হয়েছে।


এর আগে কয়েক দফা পিছিয়ে এই গেমসের সর্বশেষ সম্ভাব্য সূচি ছিল চলতি বছর নভেম্বর। লাহোরে আজ এসএ গেমস সংক্রান্ত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু ও নির্বাহী সদস্য সিরাজউদ্দিন মো. আলমগীর। লাহোর থেকে সিরাজউদ্দিন মো. আলমগীর জানিয়েছেন, ‘২৩-৩১ জানুয়ারি গেমসের সূচি নির্ধারিত হয়েছে। গেমস অনুষ্ঠিত হবে লাহোর, ফয়সালাবাদ ও ইসলামবাদ তিন শহরে। আজকের সভায় গেমসের ডিসিপ্লিনও চূড়ান্ত হয়েছে। কোন শহরে কোন ডিসিপ্লিন হবে এটা পরবর্তীতে অবহিত করবে।’


২০১৯ সালে নেপালের কাঠমান্ডু ও পোখারায় সর্বশেষ এসএ গেমস অনুষ্ঠিত হয়েছিল। সেই গেমসে উপমহাদেশের অন্যতম জনপ্রিয় ডিসিপ্লিন হকি ছিল না। অলিম্পিক হকিতে পাকিস্তানের পদক রয়েছে, ফলে স্বাভাবিকভাবেই আসন্ন গেমসে হকি রয়েছে ডিসিপ্লিনের তালিকায়। আজকের সভায় অনুমোদিত ডিসিপ্লিনগুলো হলো– ফুটবল, হকি, অ্যাথলেটিক্স, সাঁতার, ভলিবল, বাস্কেটবল, হ্যান্ডবল, ক্রিকেট (টি-২০), আরচ্যারি, বক্সিং, ফেন্সিং, গলফ, জুডো, কারাতে, শ্যুটিং, স্কোয়াশ, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, টেনিস, ট্রায়াথলন, ভারত্তোলন, কুস্তি, উশু, কাবাডি ও রাগবি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও