এখনও সিঙ্গল? বিয়ে না করলেই সোজা ছাঁটাই কর্মীদের, আজব বিজ্ঞপ্তি সংস্থার

eisamay.com প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫০

বিয়ে না করলে থাকবে না চাকরি। কর্মীদের জন্য এমনই একটি আজব বিজ্ঞপ্তি জারি করে খবরের শিরোনামে চিনের একটি সংস্থা। সাউথ চায়না মর্নিং পোস্ট-এর প্রতিবেদন অনুযায়ী, ওই সংস্থা একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, সিঙ্গল এবং ডিভোর্সড এমন কোনও কর্মী সেপ্টেম্বরের শেষ পর্যন্ত বিয়ে না করলে তাঁকে ছাঁটাই করে দেওয়া হবে।


এমনই বিজ্ঞপ্তি যে সংস্থা দিয়েছে তার নাম শান্টিয়ান কেমিক্যাল গ্রুপ। পূর্ব চিনের শ্যানডং প্রদেশের এই সংস্থায় রয়েছেন ১২০০ কর্মী। সংস্থার কর্মীদের বিয়ের হার বৃদ্ধির করার জন্যই এমন পদক্ষেপ সংস্থার। কাদের বিয়ে করতেই হবে, সেই বয়সটাও বেঁধে দেওয়া হয়েছে। ওই সংস্থায় চাকরি করেন, বয়স ২৮ থেকে ৫৮ বছরের মধ্যে এবং সিঙ্গল অথবা ডিভোর্সড- এই ৩টি শর্তপূরণ করে থাকলে চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে তাঁদের বিয়ে করতে ফেলতে হবে, এমনই নির্দেশ দেওয়া হয়েছে সংস্থার তরফে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জুনের মধ্যে যাঁরা বিয়ে করবেন না, তাঁদের জন্য একটি যাচাই পরীক্ষা করা হবে। সেপ্টেম্বরের মধ্যেও যদি তাঁরা বিয়ে না করেন, তাহলে তাঁদের ছাঁটাই করে দেওয়া হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও