You have reached your daily news limit

Please log in to continue


ব্রণ ইনভার্সা ও ত্বকের প্রভাব

ব্রণ ইউনিভার্সা হলো দীর্ঘস্থায়ী প্রদাহজনক ত্বকের অবস্থা। এটি আবার অবরুদ্ধ চুলের ফলিকল, যা হাইড্রাডেনাইটিস সুপুরাটিভা বলা হয়। যে শ্যাফ্টগুলোর মাধ্যমে ত্বক থেকে চুল গজায় তা ব্লক হয়ে যায়। যার ফলে ব্রেকআউট বা পিম্পল বা ফোঁড়া হয়। বগল বা কুঁচকির মতো ত্বক যেখানে একসঙ্গে ঘষে সেখানে দেখা যায়।

লক্ষণ : অবরুদ্ধ চুলের ফলিকলগুলোর লক্ষণ বিভিন্ন ক্ষেত্রে পৃথক হয়। আক্রান্ত স্থানে পিম্পলের মতো বাম্প বা গভীর সিস্ট তৈরি হয়। একটি পি- লক্ষ করার আগে, ত্বকের এলাকায় সংবেদন অনুভব করবেন যেখানে পি-টি থাকে। ত্বকে ফোঁড়া, চুলকানি বা অত্যধিক ঘাম অনুভব হতে পারে। ব্ল্যাকহেডস সদৃশ ক্ষুদ্র কালো বাম্পের জোড়া দেখা যায়। অবরুদ্ধ চুলের ফলিকলগুলোর লক্ষণগুলো একটি পি- দিয়ে শুরু হয় যা ধীরে ধীরে বেদনাদায়ক হয়ে ওঠে। ফোলাভাব পি-গুলো বাড়তে এবং ফিউজ হওয়ার সঙ্গে তরল দিয়ে পূর্ণ হয়ে বেদনাদায়ক ফোঁড়া হয়ে যায়। যখন ফোঁড়া ভেঙে যায়, তখন রক্ত এবং পুঁজ নিঃসরণ করে। এই তরল দুর্গন্ধ সৃষ্টি করে। ফোঁড়া সহজে নিরাময় হয় না, বেশিরভাগই ফিরে আসে। এই অবস্থার পুনরাবৃত্তি ত্বকের নিচে ‘টানেল’ তৈরি করে এবং স্থায়ী দাগের দিকে নিয়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন