এই ৭ আচরণ বা অভ্যাস আপনাকে অনেকের মধ্যে আলাদা করবেই

প্রথম আলো প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৪

অনেকের মধ্যে একজন—যাকে আমরা বলি ‘অন্যতম’, তেমনটা অনেকেই হতে চান। কিন্তু চাইলেই কি সব হয়? হ্যাঁ, চাইলে আদতেই হয়। কিন্তু চাইতে হবে চাওয়ার মতো করে। এমন কিছু আচরণ বা অভ্যাস আছে, যা হয়তো খুবই সাধারণ, কিন্তু আমরা চর্চা করি না, সেসবই আপনাকে আলাদা করতে পারে অনেকের মধ্য থেকে। যাকে আমরা বলতে পারি ‘ভিড়ের মধ্যেও আলাদা’। চলুন জেনে নেওয়া যাক, কী সেই ৭ অভ্যাস বা আচরণ, যা আপনাকে তুলে ধরবে আলাদা করে।


১. অন্যের কথার মধ্যে নাক না গলানো
মনে হতে পারে, এ আর এমন কী কঠিন কাজ! কারও কথার মধ্যে বাধা না দিলেই তো হয়। কিন্তু আপাত সহজ এই কাজটাই বেশির ভাগ লোকের পক্ষে করা বেশ কঠিন। আলাপ চলার সময় অনেকে বুঝতেই পারেন না, কখন তাঁরা অন্যের কথার মধ্যে নাক গলাচ্ছেন। কিন্তু তাঁরা এটা প্রায়ই করেন। কাজটা হয়তো তাঁরা সচেতনভাবে করেন না, কিন্তু করেন। মূলত তাঁরা অন্যের কথায় নাক গলানো বা বাধা দেন একধরনের অনিরাপত্তা বোধ থেকে। আমরা আদতে মনোযোগ চাই। নিজের উপিস্থিতি জানান দিতে চাই। চাই অন্যেরা আমাকে দেখুক, শুনুক, আমি আছি। যখনই এর অভাব ঘটে, তখনই আমাদের মধ্যে একধরনের অনিরাপত্তাবোধ তৈরি হয়। ফলে অন্য কেউ যখন কথা বলে, তখন মনোযোগ নিজের দিকে ঘুরিয়ে নিতেই আমরা অনিচ্ছাকৃতভাবে আলাপে বাধা দিয়ে ফেলি। নিজে কথা বলে উঠি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও