পাকিস্তানে টিভি ভাঙার আওয়াজ পাচ্ছে দিল্লি পুলিশ, বাসিত আলী বলছেন, ‘না, জিনিসপত্রের যা দাম...’

প্রথম আলো প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪২

প্রতিবেশী মানেই কলহ, প্রতিবেশী মানেই মায়ার বাঁধন। কখনো মুখ দেখাদেখি বন্ধ, একজন আরেকজনের বাড়ির পাশও মাড়ায় না। কখনো আবার ‘এসো ভাই বুকে এসো...’ বলে বুকে টেনে নেওয়া হয়। সম্পর্কের এই এপিঠ-ওপিঠ মিলেই তো মানবজীবন।


সেই জীবনে পাশের বাড়িতে গোলমালের আওয়াজ পেলে প্রতিবেশীর ভাবনাটা এমনও হয়, ঠিকই আছে! যেমন কর্ম তেমন ফল! তবে আওয়াজটা থালাবাসন ভাঙার হলে ঠিক আছে। শুধু রক্তারক্তি না হলেই চলবে। তখন আবার প্রতিবেশীর জন্য মন কেঁদে ওঠে। অর্থাৎ ভালো যে খুব একটা চাই, সেটাও যেমন নয়, তেমনি বড় ক্ষতিও প্রত্যাশিত নয়। দিল্লি পুলিশও যেমন পাকিস্তানের ক্ষেত্রে চায়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও