সাজেকে ভয়াবহ আগুন, পুড়েছে ২০ রিসোর্ট

বিডি নিউজ ২৪ সাজেক প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৭

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০টি রিসোর্ট পুড়ে ভস্মীভূত হয়েছে।


সোমবার বেলা ১টার দিকে ‘মনটানা রিসোর্টের’ পেছনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছেন সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির অর্থ সম্পাদক ইদ্র জিৎ চাকমা।


আগুন নেভানোর জন্য স্থানীয় লোকজন ও প্রশাসন কাজ করছে বলে জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার।


ইদ্র জিৎ চাকমা বলেন, “মুহূর্তে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। ইতোমধ্যে ২০টির বেশি রিসোর্ট পুড়ে গেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় লোকজন ও সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।”


বাঘাইছড়ির ইউএনও শিরীন আক্তার বলেন, “সাজেক পর্যটন কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী কাজ করছে। তাদের সহায়তা করছেন স্থানীয় লোকজন। দীঘিনালা থেকে ফায়ার সার্ভিস সাজেকের উদ্দেশে রওনা হয়েছে।”


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও