ব্যালন ডি’অরের পথে সালাহ, প্রিমিয়ার লিগ জয়ের পথে লিভারপুল
প্রথম আলো
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৪
গত মৌসুমেও ম্যানচেস্টার সিটি-লিভারপুল ম্যাচ মানেই ছিল অন্য রকম এক উত্তেজনা। কিন্তু এবার সিটির মাঠে প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগের ম্যাচ নিয়েই তেমন কোনো উত্তাপই দেখা গেল না। চলতি মৌসুমের দুই দলের ব্যবধান এত বেশি যে উত্তেজনা সব যেন হাওয়ায় মিলিয়ে গেল। মাঠের বাইরের এই চিত্রের প্রতিফলন দেখা গেছে মাঠের খেলাতেও।
সিটির মাঠে শীর্ষে থাকা লিভারপুল পেয়েছে ২-০ গোলের জয়। এ জয়ে দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে গেল লিভারপুল। লিগে এখন লিভারপুলের বাকি আছে ১১ ম্যাচ। অতিনাটকীয় কিছু না হলে লিভারপুলের লিগ শিরোপা জয় এখন অনেকটাই নিশ্চিত।
- ট্যাগ:
- খেলা
- ব্যালন ডি’অর