কোহলির সেঞ্চুরি, পাকিস্তানকে প্রায় বিদায় করে সেমিতে ভারত

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:১৯

পাকিস্তানকে পেলেই জ্বলে ওঠেন বিরাট কোহলি, হারানো ফর্ম ফিরে পান- এটা ছিল জানা কথা। সেটা আজ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আবারও প্রমাণিত হলো। শেষ মুহূর্তে বাউন্ডারি মেরে সেঞ্চুরি পূরণ করলেন তিনি।


সে সঙ্গে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে জায়গা করে নিলো ভারত। আর স্বাগতিক পাকিস্তানের বিদায় প্রায় নিশ্চিত করে দিলো তারা। আগামীকাল, সোমবার নিউজিল্যান্ড যদি বাংলাদেশকে হারিয়ে দেয়, তাহলে পাকিস্তানের বিদায় নিশ্চিত হয়ে যাবে।


দুবাইতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়র মুখে ৪৯.৪ ওভারে ২৪১ রান তুলেই অলআউট হয়ে যায় পাকিস্তান। জবাব দিতে নেমে বিরাট কোহলির সেঞ্চুরির ওপর ভর করে ৪৫ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। তবে পাকিস্তানের ফিল্ডারদেরও দায় আছে এ ক্ষেত্রে। সহজ কয়েকটি ক্যাচ মিস করেছে তারা। সেগুলো ধরতে পারলে ফল ভিন্নরকম হতেও পারতো।


৪৩তম ওভারে যখন খুশদিল শাহ বল করতে শুরু করলেন, তখন জয়ের জন্য ভারতের প্রয়োজন ৪ রান। আর সেঞ্চুরি পূরণ করতে বিরাট কোহলির প্রয়োজন ৫ রান। সেঞ্চুরিটা কী হবে? এমন শঙ্কায় দোদুল্যমান ভক্ত-সমর্থকরা। প্রথম বলে সিঙ্গেল নিয়ে নিলেন কোহলি। সবাই হতাশ হয়ে গেলো।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও