সাভারে সিলিন্ডার থেকে ছড়ানো গ্যাসের আগুনে শিশুসহ দগ্ধ ৭

বিডি নিউজ ২৪ হেমায়েতপুর প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:১৪

ঢাকার সাভারের হেমায়েতপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে শিশুসহ সাতজন দগ্ধ হয়েছেন।


রোববার সন্ধ্যায় সাভারের হেমায়েতপুরের নালিয়াসুর এলাকার নায়েব আলীর একতলা বাড়ির একটি কক্ষে এ ঘটনা ঘটে বলে স্থানীয় মো. আকাশ নামে এক প্রত্যক্ষদর্শী জানান।


দগ্ধরা হলেন, আমেনা বেগম (৬০) স্বামী নায়েব আলী, শিল্পী আক্তার (৩৫) স্বামী আব্দুল রশিদ, আব্দুল রশিদের ছেলে সজীব (৭), সেলিমের ছেলে জিসান (২০), আমজাদ হোসেনের ছেলে সুজাত মোল্লা (২৬), হযরত আলীর ছেলে সোলাইমান (১৪) ও কাউসারের স্ত্রী হালিমা বেগম (৪২)।


দগ্ধদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আকাশসহ ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, বাড়ির মালিকের স্ত্রী আমেনা বেগম সন্ধ্যার আগে ঘরে তালা দিয়ে বাইরে যান। তখন পাশের ভাড়াটিয়ারা কক্ষের ভেতর থেকে গ্যাস সিলিন্ডারের লিকেজ টের পেয়ে আমেনা বেগমকে মোবাইল ফোনে জানান। আমেনা ফোনে কক্ষের দরজা ভেঙে ফেলতে বলেন। পরে প্রতিবেশিরা হাতুড়ি দিয়ে ভাঙা শুরু করেন। এর মধ্যে আমেনা বেগম চলে এসে চাবি দিয়ে তালা খুলতে না খুলতেই প্রতিবেশিদের হাতুড়ির আঘাতে লোহার দরজায় সৃষ্ট স্ফুলিঙ্গ থেকে আগুন লেগে মুহূর্তের মধ্যে তা চারপাশে ছড়িয়ে পড়ে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও