দিবস ঘোষণা, ২৫ ফেব্রুয়ারি কি সরকারি ছুটি?

কালের কণ্ঠ প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫০

পিলখানা হত্যাকাণ্ডে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহতের ঘটনায় দিনটি রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মধ্যে ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা করে পরিপত্র জারি করা হয়েছে। দিবসটি পালনে সবাইকে অনুরোধ করেছে সরকার।


পরিপত্র জারির পর থেকে আলোচনা হচ্ছে আগামী ২৫ ফেব্রুয়ারি কি জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকবে কি না।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে পোস্ট করেছেন।


তবে পরিপত্র অনুযায়ী, এদিন সরকারি ছুটি থাকবে না। দিনটি ‘গ’ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।


পরিপত্রে বলা হয়েছে, সরকার প্রতিবছর ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণা করেছে এবং তবে সরকারি ছুটি ব্যতীত জাতীয় দিবস হিসেবে পালনের জন্য ‘গ’ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।


এর আগে মন্ত্রিপরিষদসচিব ড. শেখ আব্দুর রশীদও সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা করা হবে। তবে এদিন থাকবে না সরকারি ছুটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও