You have reached your daily news limit

Please log in to continue


ঝুঁকি নিয়ে বুবলীর সাহসী যাত্রা

সংবাদ পাঠিকা থেকে ২০১৬ সালে ‘বসগিরি’ সিনেমা দিয়ে চিত্রনায়িকা হিসেবে ঢালিউডে যাত্রা শুরু করেন শবনম বুবলী। ক্যারিয়ারের ৯ বছরে অনেক হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। যখন তাকে কেবলমাত্র শাকিব খান নির্ভর নায়িকা ভাবা হচ্ছিলো তখন অন্য নায়কদের সঙ্গে কাজ করেও সাফল্য পেয়েছেন তিনি। প্রমাণ করেছেন নিজের অভিনয় প্রতিভা।

এবার নায়িকা নতুন পরিচয়ে হাজির হতে যাচ্ছেন। নাম লেখালেন প্রযোজনায়। গতকাল নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের ঘোষণা দিয়েছেন অভিনেত্রী। তার প্রতিষ্ঠানের নাম বিগ প্রোডাকশন। এখান থেকে তৈরি হবে সিনেমা, নাটক, স্বল্পদৈর্ঘ্য, মিউজিক ভিডিও। শুরু হবে নাটক দিয়ে। যেটি নির্মিত হবে আগামী কোরবানির ঈদকে কেন্দ্র করে। সিনেমার ঘোষণা আসবে আগামী বছর। গতকাল এক ভিডিও বার্তায় এমনটা জানিয়েছেন বুবলী।

ভালো কন্টেন্ট ও দর্শকের অভাবে লোকসানের মুখে আজকাল প্রযোজনায় আগ্রহ হারাচ্ছেন প্রায় সবাই। সেখানে ঝুঁকি নিয়ে প্রযোজনায় এলেন বুবলী। তিনি বলেন, ‘প্রায় এক দশকের ক্যারিয়ারে অনেক প্রোডাকশন হাউসের সিনেমায় অভিনয় করেছি। সেই অভিজ্ঞতা থেকেই বিগ প্রোডাকশনের ভাবনা। এই প্রতিষ্ঠানের সঙ্গে অনেক মেধাবী ও অভিজ্ঞ মানুষ যুক্ত হচ্ছেন। আমি সবসময় মানসম্পন্ন কাজের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করেছি। প্রযোজক হিসেবেও চাইব ভালো কাজ উপহার দিতে। ঝুঁকি নিয়েই সাফল্যের দেখা পেতে হয়, আমি বিশ্বাস করি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন