৩ ফুট চওড়া বাড়ির দাম সাড়ে তিন কোটি টাকার বেশি
বাড়িটির নাম ‘দ্য ডলস হাউস’ বা পুতুলের বাড়ি। তবে সেটি পুতুলের বাড়ি নয়, মানুষের। অদ্ভুত আকার ও দর্শনের এই বাড়ি যুক্তরাজ্যের কর্নওয়ালে।
সম্প্রতি বাড়িটি ২ লাখ ৩৫ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে বলে খবর প্রকাশ করেছে দ্য মেট্রো। বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ৩ কোটি টাকার বেশি।
বাড়িটি পোর্থলেভেনের ক্লেমন্ট টেরেসে অবস্থিত। এটি এক কক্ষবিশিষ্ট একটি বাড়ি, তবে ভবনটি দ্বিতল। সব মিলিয়ে আয়তন মোটে ৩৩৯ বর্গফুট। বাড়ির সবচেয়ে কম চওড়া অংশটি মাত্র ৩ ফুট এবং সবচেয়ে বেশি চওড়া অংশ ১০ ফুটের সামান্য বেশি। দুটি বাড়ির মাঝখানের ফাঁকা জায়গায় ছোট্ট বাড়িটি নির্মাণ করা হয়েছে।
এত ছোট্ট একটি বাড়ি কেন এত দামে বিক্রি হলো, সে প্রশ্ন অনেকের মনে ঘুরপাক খেতে পারে। এর জবাব হলো, আকারে এত ছোট হওয়া সত্ত্বেও পোর্থলেভেনের মনোরম একটি গ্রামে বাড়িটি অবস্থিত। তার ওপর সেটির অবস্থান গ্রামের সুন্দর একটি স্থানে।
বাড়িটি নান্দনিক স্থাপত্যশৈলীর একটি আদর্শ উদাহরণ। বাড়িটি ছোট, কিন্তু এমনভাবে সেটির নকশা করা হয়েছে যে এখানে ছোট্ট জায়গায় বসবাসের আসল অভিজ্ঞতা নেওয়া যাবে।
- ট্যাগ:
- জটিল
- বিচিত্র ঘটনা