সফটওয়্যার ও রোবট নিয়ন্ত্রণে মাইক্রোসফটের নতুন এআই টুল

প্রথম আলো প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪১

সফটওয়্যার ও রোবট নিয়ন্ত্রণের জন্য নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ম্যাগমা নিয়ে কাজ করছে মাইক্রোসফট। মাইক্রোসফট রিসার্চের অধীনে তৈরি এই মডেল ভিজ্যুয়াল এবং ভাষা প্রক্রিয়াকরণের সক্ষমতাকে একত্র করে সফটওয়্যার ও হার্ডওয়্যার উভয় ক্ষেত্রেই স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারবে।


মাইক্রোসফট বলছে, বর্তমান মাল্টিমোডাল এআই প্রযুক্তিগুলো সাধারণত তথ্য বিশ্লেষণ ও কার্য সম্পাদনের জন্য আলাদা আলাদা মডেলের ওপর নির্ভরশীল। তবে ম্যাগমা একই সঙ্গে ভাষা, ছবি ও ভিডিও বিশ্লেষণ করতে পারবে এবং তাৎক্ষণিকভাবে সফটওয়্যার পরিচালনা বা রোবট নিয়ন্ত্রণে সিদ্ধান্ত নিতে পারবে। ম্যাগমার উন্নয়নে মাইক্রোসফটের সঙ্গে কাজ করেছে কোরিয়ার কোরিয়ান অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড, ইউনিভার্সিটি অব উইসকনসিন-ম্যাডিসন ও ইউনিভার্সিটি অব ওয়াশিংটন। নির্দিষ্ট প্রশ্নের উত্তর দেওয়া বা একক নির্দেশের বাইরে এই এআই মডেল স্বয়ংক্রিয়ভাবে পরিকল্পনা করতে পারবে এবং জটিল কাজ একাধিক ধাপে সম্পন্ন করতে পারবে।


গবেষকদের মতে, ম্যাগমা নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী পরিকল্পনা প্রণয়ন করতে পারে এবং সেই অনুযায়ী কাজ করতে পারে। এটি ভাষাগত ও ভিজ্যুয়াল তথ্য বিশ্লেষণ করে জটিল কাজ সম্পাদন করতে পারে, যা ভার্চ্যুয়াল ও বাস্তব দুই ক্ষেত্রেই কার্যকর ভূমিকা রাখতে পারে। এর ফলে এটি উৎপাদন, স্বাস্থ্যসেবা, রোবোটিকস এবং ডিজিটাল অটোমেশনসহ বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও