তালিকাভুক্ত বেশিরভাগ পোশাক কোম্পানি উচ্চ মুনাফা করেছে

ডেইলি স্টার প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত বেশিরভাগ তৈরি পোশাক কোম্পানি চলতি অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর সময়ে উচ্চ মুনাফা করেছে। দেশের সামগ্রিক ব্যবসায়িক পরিবেশ ও চ্যালেঞ্জের মধ্যে বৈশ্বিক চাহিদা থাকায় কোম্পানিগুলো ভালো মুনাফা করতে পেরেছে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।


তবে, যেসব কোম্পানি রপ্তানির পরিমাণ ও মূলধনের দিক দিয়ে তুলনামূলক বড়, তারা ভালো পারফরম্যান্স করলেও তবে ছোট কোম্পানিগুলোকে লড়াই অব্যাহত রাখতে হয়েছে।


তথ্য অনুযায়ী, এ খাতের তালিকাভুক্ত ৪০টি কোম্পানির মধ্যে ২৫টি উচ্চ মুনাফা করতে পারলেও ১৫টি প্রত্যাশা অনুযায়ী মুনাফা করতে পারেনি। তবে বহু বছর ধরে জেড ক্যাটাগরিতে থাকা ১৫টি কোম্পানি এখনো কোনো তথ্য প্রকাশ করেনি।


গত বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে রাজনৈতিক অস্থিরতার পর ৪০টি কোম্পানির মোট মুনাফা ক্রমবর্ধমান প্রবণতার ধারাবাহিকতা দেখিয়েছে।


সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের সংকলিত তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর সময়ে তাদের মোট মুনাফা আগের বছরের চেয়ে ৫০ শতাংশ বেড়ে ১৯৭ কোটি টাকায় দাঁড়িয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও