বিশ্বের সবচেয়ে ছোট হাতে তৈরি ভাস্কর্য হিসেবে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল লেগো ব্রিক। এই ভাস্কর্য এতটাই ক্ষুদ্র যে এটি খালি চোখে দেখা সম্ভব নয়। গত বছর শেষের দিকে এটি তৈরি করেন মাইক্রো-আর্টিস্ট ডেভিড এ লিনডন। লেগো ব্রিকটির আকার মাত্র ০.০২৫১৭ মিলিমিটার × ০.০২১৮৪ মিলিমিটার, যা একটি শ্বেত রক্তকণিকার আকারের সমান।
প্রত্যেকটি ভাস্কর্য তৈরি করতে বিশেষ ধরনের মাইক্রোব্লেডিং সুই ব্যবহার করা হয়, যা যন্ত্রের স্ক্রু ড্রাইভারের প্রান্তে যুক্ত করা হয়। এসব সুইয়ের মধ্যে বেশির ভাগে অতিরিক্ত মাইক্রোস্কোপিক অংশ (সূক্ষ্ম উপাদান) যোগ করা হয়, যা আরও নিখুঁত কাজ করতে সাহায্য করে। এসব যন্ত্রপাতি তৈরি হয়েছে সিলিকন কারবাইড থেকে, যা একটি অত্যন্ত শক্তিশালী পদার্থ।