মিরপুরে খেলে টেস্ট থেকে অবসর নিতে চেয়েও পারেননি। এরপর বিপিএলে চিটাগং কিংস তাঁকে দলে নিলেও খেলাতে পারেনি। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে এখন পর্যন্ত দেশেই ফিরতে পারেননি তিনি। এর বাইরে মাঠের ক্রিকেটে আছে বোলিং-নিষেধাজ্ঞাও।
এত প্রতিকূলতা আর অনিশ্চয়তার মধ্যেই আজ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নতুন দলে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশ দলের এই সাবেক অধিনায়ককে দলে ভিড়িয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ক্লাবটির আশা, আগামী মাসে শুরু প্রিমিয়ার লিগে সাকিবকে পাওয়া যাবে।