রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণের উত্তাপ

www.ajkerpatrika.com অরুণ কর্মকার প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৫৫

এমনিতেই ফেব্রুয়ারি এলে রাজপথগুলো আগুনরাঙা হয়ে ওঠে। বাতাসে গনগনে ফুলকি ছড়াতে শুরু করে। ফেব্রুয়ারি এ দেশের প্রতিটি মানুষকে মনে করিয়ে দেয় ১৯৫২ সালে তার রচিত পথের কথা। এবার, এই ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তার সঙ্গে বাড়তি যুক্ত হয়েছে নতুন রাজনৈতিক মেরুকরণের উত্তাপ। মানুষ এখন স্পষ্ট বুঝতে পারছে যে বাংলাদেশ এক রাজনৈতিক ক্রান্তিকাল অতিক্রম করছে। রাজনীতিতে নতুন মেরুকরণ ঘিরে সৃষ্ট নানামুখী টানাপোড়েন ওই উত্তাপ ছড়ানোর পাশাপাশি কিছু প্রশ্নেরও জন্ম দিচ্ছে।


নতুন মেরুকরণের প্রধান উপাদান হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পৃষ্ঠপোষকতা এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন একটি রাজনৈতিক দল এখন আত্মপ্রকাশের দ্বারপ্রান্তে রয়েছে। একই সঙ্গে গঠনপ্রক্রিয়ার মধ্যেই নতুন দলের নেতৃত্ব নিয়ে টানাপোড়েন প্রকাশ্যে এসেছে। অপেক্ষাকৃত তরুণদের উদ্যোগ ও সমন্বয়ে একটি নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ায় হয়তো এ ধরনের টানাপোড়েন একেবারে অস্বাভাবিক নয়। তবে বিষয়টি যেভাবে প্রকাশ্যে এসেছে এবং আসছে, তাতে স্বাভাবিক মনে করে নিশ্চিত হওয়া কঠিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও