
সপ্তাহপ্রতি ওপেনএআই ব্যবহারকারীর সংখ্যা ৪০ কোটি ছাড়ালো
ফেব্রুয়ারিতে ৪০ কোটি সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারীর মাইলফলক ছাড়িয়েছে ওপেনএআইয়ের টেক্সট জেনারেটর সেবা চ্যাটজিপিটি।
বৃহস্পতিবার কোম্পানির এক মুখপাত্র বলেছেন, ওপেনএআইয়ের সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৪০ কোটি ছাড়িয়ে যাওয়ার বিষয়টি ব্যবহারকারীদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুল গ্রহণের দ্রুত বেড়ে যাওয়ার কথাই তুলে ধরেছে।
ডিসেম্বরে মাইক্রোসফট সমর্থিত এই স্টার্টআপটির সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল ৩০ কোটি। ফেব্রুয়ারিতে আর্থিক ফি’র ভিত্তিতে এ সেবা ব্যবহারকারীর সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে গেছে, যা সেপ্টেম্বরে কোম্পানিটির সর্বশেষ আপডেটের চেয়ে দ্বিগুণেরও বেশি বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
চীনের ডিপসিক এআই মডেল চালুর কয়েক সপ্তাহ পরে ওপেনএআইয়ের জন্য এই আশাব্যঞ্জক পরিসংখ্যান এলো। গত মাসে ডিপসিকের সর্বশেষ এআই মডেল চালু করে স্টার্টআপটি। গোটা বিশ্বে প্রযুক্তিখাতের শেয়ারে ধস নামিয়েছিল কোম্পানিটির সাশ্রয়ী মূল্যের বিভিন্ন এআই মডেল।
- ট্যাগ:
- প্রযুক্তি
- মাইলফলক
- ব্যবহারকারীর সংখ্যা