গোড়ালি ফাটার দাগ দূর করতে কী করবেন?

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১৪

শীতকাল চলে গেলেও ফাটা গোড়ালিতে রয়ে গেছে দাগ। ফাটা গোড়ালিতে ময়লা জমতে জমতে কালো দাগ পড়ে যায়। ঘরোয়া কিছু উপায় মেনে মরা চামড়া দূর করার পাশাপাশি এই দাগও দূর করতে পারেন সহজেই। জেনে নিন টিপস।  



  • গোড়ালির কালো দাগ দূর করার জন্য স্ক্রাবিং খুব জরুরি। স্ক্রাবিং করার জন্য চিনি এবং লেবুর রস মিশিয়ে গোড়ালি ভালো করে ঘষুন। এতে মৃত কোষ দূর হবে এবং কালো দাগ হালকা হবে।

  • গোসলের আগে কুসুম গরম পানিতে কয়েক ফোঁটা শ্যাম্পু মিশিয়ে পায়ের গোড়ালি ডুবিয়ে রাখুন। ১৫ থেকে ২০ মিনিট পর পিউমিস স্টোন বা ব্রাশের সাহায্যে ঘষে ঘষে গোড়ালি পরিষ্কার করুন।

  • গোড়ালিকে ময়েশ্চরাইজ রাখাটা খুব জরুরি। গোসলের পর এবং রাতে ঘুমানোর আগে ভালো করে ময়েশ্চরাইজার লাগান। পেট্রোলিয়াম জেলি বা নারকেল তেল ব্যবহার করতে পারেন।

  • প্রতিদিন রাতে ঘুমানোর আগে লেবুর রস লাগিয়ে রাখতে পারেন গোড়ালিতে। পরদিন সকালে উঠে ধুয়ে ফেলুন। ধীরে ধীরে কালচে দাগ দূর হয়ে যাবে। লেবুর রসের বদলে আলুর রস লাগালেও কাজ হবে। 

  • অ্যালোভেরা জেল ত্বককে ময়েশ্চরাইজ করে, আর্দ্রতা ধরে রাখে এবং দাগ হালকা করতে সাহায্য করে। নিয়ম করে ফাটা জায়গায় অ্যালোভেরা জেল লাগিয়ে রাখলে কমবে গোড়ালির রুক্ষ ভাবও।

  • পর্যাপ্ত পানি খাবেন। এতে ত্বক হাইড্রেটেড থাকবে। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও